বুড়ো হাড়ে ভেল্কি! ৬২ বলে বিধ্বংসী সেঞ্চুরি রোহিত শর্মার, একই দিনে কোহলিরও দাপট

বিজয় হাজারে ট্রফিতে ফিরল পুরনো সেই মেজাজ! একদিকে যখন তেরো বছরের কিশোর বৈভব সূর্যবংশী ১৯০ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছেন, ঠিক তখনই ঝোড়ো সেঞ্চুরিতে নিজের দাপট বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। বুধবার মুম্বইয়ের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে ২৩৭ রান তাড়া করতে নেমে মাত্র ৬২ বলে কেরিয়ারের ৩৭তম লিস্ট এ সেঞ্চুরি পূর্ণ করলেন ‘হিটম্যান’। ৮টি ওভার বাউন্ডারি এবং ৯টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংস দেখে ক্রিকেট বিশ্ব ফের বলতে শুরু করেছে— ‘রোহিত ইজ নট ফিনিশড’।

আশ্চর্যের বিষয় হলো, আন্তর্জাতিক কেরিয়ারের পাশাপাশি লিস্ট এ ক্রিকেটেও এটিই রোহিতের দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লিতে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন নিজের সেই রেকর্ড নিজেই ভাঙলেন। ২০১৮ সালের পর ঘরোয়া ক্রিকেটের এই ফরম্যাটে ফিরেই ১২ হাজার দর্শকের সামনে ট্রেডমার্ক পুল শট আর স্টেপ-আউট ছক্কায় মাঠ মাতালেন তিনি। গ্যালারি থেকে তখন একটাই আওয়াজ আসছিল— ‘রোহিত… রোহিত’।

তবে শুধু রোহিত নন, বেঙ্গালুরুতে ‘বুড়ো হাড়ে ভেল্কি’ দেখালেন বিরাট কোহলিও। দীর্ঘ ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে অন্ধ্রের বিরুদ্ধে ২৯৮ রান তাড়া করার সময় সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। একই দিনে দুই মহাতারকার এমন বিধ্বংসী পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের জন্য ছিল সোনায় সোহাগা।

রোহিতের ফিটনেস এবং ওজন নিয়ে যারা একসময় সমালোচনা করেছিলেন, এদিন তাঁদের যোগ্য জবাব দিয়েছেন তিনি। মেদ ঝরিয়ে আগের চেয়ে অনেক বেশি ফিট রোহিত গত ৬ ম্যাচে ৩৮৪ রান করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে ফরম্যাটে যে তিনিই এখনও রাজা, তা এদিন আরও একবার প্রমাণিত হলো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy