বুকিং আগে, অনুমতি পরে? এবার আর চলবে না! রাজ্যের কর্মীদের বিদেশ যাত্রা নিয়ে আরও কঠোর নবান্ন, আবেদনের জন্য সময়সীমা বেঁধে দিলেন মুখ্যসচিব!

রাজ্যের সরকারি কর্মীদের বিদেশ সফর সংক্রান্ত নিয়ম এবার আরও কঠোর করল রাজ্য সরকার। সরকারি কাজ, এলটিসি (LTC) বা ব্যক্তিগত ভ্রমণ, যে কারণেই বিদেশ সফর হোক না কেন, পূর্বানুমতি ছাড়া টিকিট বা হোটেল বুকিং করা যাবে না। মুখ্যসচিব মনোজ পন্থের জারি করা এই নতুন নির্দেশিকায় রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মুখ্যসচিব এই বিষয়ে সমস্ত দফতরের সচিব, বিশেষ সচিব ও বিভাগীয় প্রধানদের কাছে কঠোর নির্দেশ পাঠিয়েছেন।

কেন কঠোর হলো নিয়ম?
নবান্ন সূত্রে খবর, সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে যে রাজ্যের বিভিন্ন দফতরের কিছু কর্মী ও আধিকারিক সরকারি অনুমোদন পাওয়ার আগেই বিদেশ সফরের বুকিং বা ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলছেন। প্রশাসন এই কাজকে সরকারি নিয়মের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে দেখছে।

নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে:

বুকিং নয় আগে: অনুমতি ছাড়া বিদেশ সফরের ব্যবস্থা করা সরকারি শৃঙ্খলার পরিপন্থী এবং প্রক্রিয়াগত নীতির প্রতি অবমাননা।

‘বিশেষ অনুমোদন’ আর নয়: মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, কেউ যদি আগে থেকেই ভ্রমণ বা থাকার ব্যবস্থা করে ফেলেন, তবে পরবর্তী সময়ে কোনও ‘বিশেষ অনুমোদন’ বা শিথিলতা দেওয়া হবে না। অনুমতি ছাড়া বুকিংয়ের উদ্যোগ নিলে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিককে প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়তে হবে।

আবেদনের জন্য চার সপ্তাহের সময়সীমা:
বিদেশ সফরের অনুমোদনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কোনো কর্মীকে তাঁর প্রস্তাবিত সফরের কমপক্ষে চার সপ্তাহ আগে সংশ্লিষ্ট দফতরে আবেদনপত্র পাঠাতে হবে। অর্থাৎ, শেষ মুহূর্তে প্রস্তাব পাঠিয়ে অনুমতি চাওয়া আর চলবে না।

রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা। তিনি আরও বলেন, “প্রত্যেকটি বিদেশ সফরের অনুমোদনের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কেউ যদি আগে থেকে টিকিট বুক করে ফেলেন, তবে সেই সফরের অনুমোদন দেওয়া প্রশাসনের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ে। তাই এই নির্দেশিকা এখন থেকে কড়াভাবে মানা হবে।”

মুখ্যসচিবের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে বিদেশ সফরের অনুমতি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে বলে মনে করছে প্রশাসনিক মহল। কর্মীদের ‘স্বাধীন সিদ্ধান্তে’ বুকিংয়ের সংস্কৃতির উপর এর ফলে কার্যত নিয়ন্ত্রণ আরোপ করল রাজ্য সরকার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy