বিহার নির্বাচন, ‘মহাজোটে বড়সড় ফাটল? আসন সমঝোতার আগেই CPI(ML)-এর ১৮ প্রার্থীর তালিকা প্রকাশ!

বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই বিরোধী মহাজোটের (মহাগঠবন্ধন) ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। মঙ্গলবার CPI(ML) লিবারেশন আসন্ন নির্বাচনের জন্য তাদের ১৮ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে।

আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই জোটের অন্যতম শরিক দলের এই তালিকা প্রকাশ রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে যে, মহাজোটের মধ্যে আসন বণ্টন নিয়ে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

দীপঙ্কর ভট্টাচার্যের তালিকা
CPI(ML) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য তালিকাটি প্রকাশ করেন। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল যে, সিপিআই(এমএল) আরজেডি, কংগ্রেস এবং অন্যান্য বাম দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়লেও, নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্য তারা কোনো চাপ নিতে রাজি নয়।

বিজেপি-এর প্রথম তালিকা
অন্যদিকে, রাজ্য নির্বাচন দুই দফায় হবে (৬ নভেম্বর প্রথম দফা, ১১ নভেম্বর দ্বিতীয় দফা এবং ১৪ নভেম্বর গণনা)। এই পরিস্থিতিতে বিজেপিও মঙ্গলবার তাদের ৭১ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে।

বিজেপি-এর এই তালিকায় ১৩ জন মন্ত্রী এবং ৯ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে।

তবে, বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের টিকিট বাতিল করা হয়েছে। তাঁর জায়গায় পাটনা সাহিব আসন থেকে হাইকোর্টের আইনজীবী এবং বিজেপি নেতা রত্নেশ কুশওয়াহাকে প্রার্থী করা হয়েছে।

উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লখিসরাই থেকে এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা তারাপুর থেকে লড়বেন।

সিপিআই(এমএল)-এর এই পদক্ষেপ বিহারের রাজনৈতিক চিত্রকে আরও জটিল করে তুলেছে। শেষ পর্যন্ত মহাজোট কি ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি জোটের এই ফাটল এনডিএ-কে সুবিধা দেবে, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy