বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে কেন্দ্র ও বিরোধী দলগুলির মধ্যে সংঘাত তুঙ্গে উঠেছে। বুধবার লোকসভায় এই বিষয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সংসদে এ নিয়ে আলোচনা করা সম্ভব নয়।
লোকসভার অধিবেশন দু’বার মুলতবি হওয়ার পর আবার শুরু হলে বিরোধীরা বিক্ষোভ শুরু করেন। কিরেন রিজিজু জোর দিয়ে বলেন, “সরকার যেকোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত, তবে তা সাংবিধানিক নিয়ম এবং লোকসভার কার্যপ্রণালী অনুযায়ী হতে হবে।” তিনি আরও বলেন, বিরোধীরা প্রথম দিন থেকেই এই বিষয়টি নিয়ে সংসদ অচল করে রেখেছেন, যদিও তাঁরা সবাই জানেন যে এটি একটি বিচারাধীন বিষয়।
রিজিজু বলেন, “এই বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত, যা একটি স্বায়ত্তশাসিত সংস্থা। অতীতেও এটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে থাকা বিষয়গুলি সংসদে আলোচনা করা যাবে না।”
তিনি বিরোধী সদস্যদের গুরুত্বপূর্ণ বিল পাসের জন্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমি সদস্যদের অনুরোধ করছি যেন তারা সংসদকে বিঘ্নিত না করেন। গুরুত্বপূর্ণ বিলগুলি উত্থাপন করা হবে। আজ ক্রীড়া বিলটি তালিকাভুক্ত আছে, তবে আমরা পরে এটি উত্থাপন করব কারণ আমরা আলোচনা চাই।”
এদিকে, বিরোধী নেতারা লোকসভা স্পিকার ওম বিড়লাকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন, যেখানে তাঁরা জাতীয় ক্রীড়া শাসন বিল, ২০২৫ এবং জাতীয় ডোপিং-বিরোধী (সংশোধনী) বিল, ২০২৫ সংসদের যৌথ কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, জাতীয় গুরুত্ব বিবেচনায় এই দুটি বিলের ওপর বৃহত্তর ঐকমত্য প্রয়োজন।
ইন্ডিয়া ব্লকের সাংসদরা এদিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করেন এবং SIR প্রত্যাহার ও এই বিষয়ে উভয় কক্ষে বিতর্কের দাবি জানান। উল্লেখ্য, এই বিতর্কিত SIR প্রক্রিয়া নিয়ে বিরোধী দল এবং ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’-এর মতো এনজিও-সহ ১০টিরও বেশি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে।