বিসর্জনের রাতে তুলকালাম বীরভূমে! সিভিক ভলেন্টিয়ারের ছোড়া বাজিতে জখম স্থানীয় যুবক, পুলিশকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপূজার দশমীর রাতে বীরভূমে প্রতিমা বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এক সিভিক ভলেন্টিয়ারের ছোড়া বাজির আঘাতে এক স্থানীয় যুবক জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশ ঘেরাও
ঘটনার পর দ্রুত বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় পুলিশ এলাকায় পৌঁছালে গ্রামবাসীর একাংশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের প্রধান দাবি ছিল— অবিলম্বে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের কঠোর শাস্তি দিতে হবে।

যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীর ক্ষোভ ছিল এতটাই তীব্র যে পুলিশ কর্মীদের বেশ কিছুক্ষণ বিক্ষোভের মুখে পড়তে হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy