বিসর্জনের পরই গঙ্গায় দূষণের ‘ভয়ঙ্কর ছবি’! জলে ভাসছে কাঠামো, ফুল-বেলপাতা, কাঠগড়ায় মানুষের ‘চূড়ান্ত অসচেতনতা’

উৎসবের আনন্দের পরেই গঙ্গায় দূষণের চরম অসচেতনতার ছবি ধরা পড়ল হুগলি চুঁচুড়া পুরসভা এলাকার বেশ কয়েকটি গঙ্গা ঘাটে। দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন, কিন্তু বিসর্জনের পরেই জলজুড়ে ভাসছে ফুল, বেলপাতা, পুজো সামগ্রী, প্রতিমার কাঠামো, খড় ও দড়ি। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এর ফলে গঙ্গায় দূষণ আরও বাড়তে পারে।

অন্নপূর্ণা ঘাটে পুরসভার তরফে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামিয়ে, জল দিয়ে ধুয়ে কাঠামো ওপরে তুলে রাখা হয়েছে। এটি একটি পরিবেশ-বান্ধব উদ্যোগ।

যেখানে হাইড্রা নেই, সেখানেই বিপদ:
কিন্তু যে ঘাটগুলিতে হাইড্রা মেশিনের ব্যবস্থা নেই, সেই ঘাটগুলিতে প্রতিমা নামানোর পর কাঠামো বা খড় তুলে রাখা হয়নি। ফলে:

গঙ্গায় পড়ে রয়েছে কাঠামোগুলি।

প্রতিমার রঙ গলে জলে মিশছে, যা দূষণ বাড়াচ্ছে।

অপচনশীল পুজোর সামগ্রীও নির্দিষ্ট স্থানে না ফেলার ফলে দূষণ বাড়ছেই।

গঙ্গা ঘাটে বড় বড় করে লেখা রয়েছে— ‘গঙ্গায় ফুল, বেলপাতা, পুজা সামগ্রী ফেলবেন না’, কিন্তু মানুষ সেই সতর্কবার্তা উপেক্ষা করেই দূষণ ঘটাচ্ছেন।

পুরসভার আশ্বাস:
যদিও হুগলি চুঁচুড়া পুরসভা সূত্রে জানানো হয়েছে, অনেক রাত পর্যন্ত বিসর্জন চলার কারণে সব ঘাটে সঙ্গে সঙ্গে কাঠামো তোলা সম্ভব হয়নি। এদিন (শুক্রবার) বিসর্জন শেষ হওয়ার পর পুরসভার কর্মীরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে রাখবেন, ফলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, দূষণ রুখতে শুধু পুরসভার উদ্যোগই যথেষ্ট নয়, এই সময়ে সাধারণ মানুষের সচেতন হওয়া সবচেয়ে জরুরি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy