উৎসবের রং যখন সবেমাত্র ফিকে হতে শুরু করেছে, ঠিক তখনই একটি মর্মান্তিক দুর্ঘটনা নিমেষে বদলে দিল আনন্দের আবহ। দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালার এক যুবক। জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার সামনে হাইট বারে ধাক্কা লেগে মাথা থেঁতলে যায় তাঁর।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম উৎসব চ্যাটার্জি, তিনি বেহালার বাসিন্দা। বৃহস্পতিবার, প্রতিমা বিসর্জন উপলক্ষে যাওয়া একটি চলন্ত লরিতে ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, লরি চলার সময় অসাবধানবশত তিনি মাথা উঁচু করতে যান, তখনই লরির উপর থাকা তাঁর মাথা সরাতে গিয়ে রাস্তার উপর লাগানো হাইট বারের সঙ্গে তীব্র আঘাত লাগে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হন উৎসব চ্যাটার্জি। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গভীর রাতে, আনুমানিক রাত ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবক।
পূজা শেষ হওয়ার আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং বন্ধুদের কাছে বিসর্জনের এই আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হলো শোকযাত্রায়। এই ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন রাস্তায় বিসর্জন যাত্রার সময় নিরাপত্তা এবং হাইট বারের অবস্থানের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।