বিসর্জনেও জারি বাগযুদ্ধ! পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রা করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষ, কী বললেন তিনি?

আগামীকাল অর্থাৎ শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা নিরঞ্জন। কিন্তু এবছর এই বিসর্জন যাত্রার সঙ্গেই এক অভিনব ‘প্রতিবাদ যাত্রারও’ ডাক দিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পাদক সজল ঘোষ। তাঁর এই ঘোষণা ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ:

সজল ঘোষের অভিযোগ, পুজো চলাকালীন একাধিকবার পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে পুজো কমিটিকে। এই পুলিশি অতিসক্রিয়তা এবং হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তিনি বিসর্জন যাত্রাকে ‘প্রতিবাদ যাত্রায়’ পরিণত করার কথা বলেছেন।

তিনি বলেন,

“আগামীকাল প্রতিমা নিরঞ্জন। আমরা প্রতিমা নিরঞ্জন যাত্রার পাশাপাশি পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রারও ডাক দিচ্ছি।”

দীর্ঘদিন ধরেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিভিন্ন কারণে শিরোনামে থেকেছে। এবার বিসর্জনকেও প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করার সজল ঘোষের এই উদ্যোগ নিঃসন্দেহে বিতর্কের নতুন মাত্রা যোগ করল। আগামীকাল বিসর্জন যাত্রা ও প্রতিবাদ যাত্রা একসঙ্গে কীভাবে পরিচালিত হয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy