বিষাদের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা, প্রতিমা বিসর্জন করতে গিয়ে ট্রলি উল্টে চম্বল নদীতে তলিয়ে গেল ৬ জন, মৃত ২ নাবালক!

দশমীর দিন আনন্দ-উৎসবের মাঝে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে (Ujjain)। প্রতিমা বিসর্জন করতে গিয়ে চম্বল নদীতে তলিয়ে গেলেন ৬ জন। এই ঘটনায় উদ্ধার করা আহতদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। মৃত দু’জনই নাবালক বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে চম্বল নদীর ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে।

যেভাবে ঘটল দুর্ঘটনা
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জনের জন্য একটি ট্রাক্টরের সঙ্গে ট্রলি যুক্ত করে ঘাটে নিয়ে আসা হয়েছিল। নিরঞ্জনের সময় সেই ট্রলিটি আচমকাই উল্টে যায়। ট্রলিতে থাকা ৬ জন ব্যক্তিই সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যান।

দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তলিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

২০২২ সালে মাল নদীতে হড়পা বানের দুর্ঘটনার পর প্রশাসন বিসর্জন ঘাটে নিরাপত্তা জোরদার করার কথা বললেও, উজ্জ্বয়নের এই ঘটনায় বিসর্জন ঘাটে নিরাপত্তার মান ও উপযুক্ত ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিজয়া দশমীর দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy