বিশ্ব ক্রিকেটে বিহারের তাণ্ডব! ৫০ ওভারে ৫৭৪ রান তুলে তামিলনাড়ুর বিশ্বরেকর্ড ভাঙল বৈভবরা

অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে রানের সুনামি বইয়ে দিল বিহার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলল রেকর্ড ৫৭৪ রান। ২০২২ সালে অরুণাচলের বিরুদ্ধেই তামিলনাড়ুর করা ৫০৬ রানের বিশ্বরেকর্ড আজ অতীত। এই ইনিংসে ৩৮টি ছক্কা ও ৪৯টি চার মেরেছেন বিহারের ব্যাটাররা।

ম্যাচের মূল আকর্ষণ ছিল ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসেবে পাকিস্তানের জহুর এলাহির রেকর্ড ভাঙলেন তিনি। অন্যদিকে, ক্যাপ্টেন সাকিবুল গনি মাত্র ৩২ বলে শতরান করে ভারতীয় ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন (আগে ছিল আনমোলপ্রীত সিংয়ের ৩৫ বলে)। বিশ্ব ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় এবি ডি ভিলিয়ার্সের (৩১ বল) ঠিক পরেই জায়গা করে নিলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে অরুণাচল মাত্র ১৭৭ রানে গুটিয়ে গেলে ৩৯৭ রানের বিশাল জয় পায় বিহার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy