‘বিশ্বমঞ্চে ভারতের শক্তি বৃদ্ধিই প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে!’ আরএসএস শতবর্ষ উদযাপনে সংঘ প্রধান মোহন ভাগবত

আরএসএসের (RSS) শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার পুনের একটি অনুষ্ঠানে সংঘ প্রধান মোহন ভাগবত ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তিনি সরাসরি দাবি করেন যে, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে আজ যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মূল কারণ হলো আন্তর্জাতিক মহলে ভারতের শক্তি ও গ্রহণযোগ্যতার বৃদ্ধি।

মোদীর গুরুত্বের কারণ ভারতের শক্তি
মোহন ভাগবত বলেন, “আজ প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) এত মনোযোগ দিয়ে কেন শোনা হচ্ছে? কারণ, ভারতের শক্তি এখন সেই জায়গাগুলিতে ফুটে উঠছে, যেখানে তার প্রাপ্য স্থান দীর্ঘদিন অধরা ছিল।” তাঁর কথায়, ভারতের শক্তি যত স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে, আন্তর্জাতিক নেতৃত্ব ততই নতুন দৃষ্টিতে এই দেশের দিকে তাকাচ্ছে।

সংঘের লক্ষ্য এবং আত্মবিশ্লেষণ
বক্তৃতার শুরুতেই ভাগবত আরএসএসের শতবর্ষের গৌরব উদ্‌যাপনের চেয়েও সংগঠনটির কাজ নিয়ে আত্মসমালোচনার ওপর জোর দেন। তিনি বলেন, “সংঘের কাজই তাই। সমাজকে একসূত্রে বাঁধার যে লক্ষ্য আমরা নিয়েছিলাম, তা সম্পূর্ণ করতে এত সময় লাগল কেন, সেটা ভেবে দেখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, ইতিহাসে বারবার প্রমাণিত, ভারত শক্তিশালী হলে বিশ্বে সংঘাত কমে, সমাধান সামনে আসে এবং শান্তি প্রতিষ্ঠা সহজ হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সেই একই প্রত্যাশা তৈরি হচ্ছে বলে মত তাঁর। এ কারণেই সংঘের স্বয়ংসেবকেরা প্রথম দিন থেকেই সমাজের একতাকে কেন্দ্র করে কাজ করে চলেছেন।

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দর্শন
সমাজ-সংলাপ ও সম্মিলিত কাজের শক্তির ওপর জোর দিয়ে সংঘ প্রধান বলেন, ভারতের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজে পাওয়াই আরএসএসের দর্শন। তিনি জানান, “একসঙ্গে হাঁটতে হলে ধর্মই আমাদের ভিত্তি। দেশের সব মত ও দর্শনের উৎস একই জায়গা থেকে – তাই সামঞ্জস্যের সঙ্গে এগোতে হবে।”

তিনি তাঁর পূর্বেকার মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন যে, ইউনান, মিশর, রোমের মতো শক্তিশালী রাষ্ট্র ও সংস্কৃতি লুপ্ত হলেও ভারত এখনও প্রাণবন্ত, কারণ সমাজের ভিত চেতনাগত ঐক্যের ওপর গড়ে উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy