বিশাল বাজেটের দুটি ছবি ছাড়লেন দীপিকা! কাজের সময় নিয়ে বিতর্কের মাঝেই ফারাহ খানের সঙ্গে ‘ফাটল’ নিয়ে তুঙ্গে জল্পনা

বলিউডের অন্দরে এখন সবচেয়ে বড় চর্চার বিষয়— তারকাদের কাজের সময়সীমা। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যিনি পরপর দুটি বড় প্রজেক্ট, সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে উঠে এসেছে তাঁর ৮ ঘণ্টার শিফটে কাজ করার দাবি। এই বিতর্কের মাঝেই দীপিকাকে সমর্থন জানালেন অভিনেত্রী রানি মুখার্জি, অন্যদিকে, তাঁর সঙ্গে পরিচালক ফারাহ খানের সম্পর্কের চিড় ধরার গুঞ্জন উড়িয়ে দিলেন ফারাহ।

দীপিকার পাশে রানি মুখার্জি: ‘এটা ব্যক্তিগত পছন্দের বিষয়’
দীপিকার কাজের শর্ত নিয়ে বলিপাড়া যখন দ্বিধাবিভক্ত, তখন এই বিতর্কে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী রানি মুখার্জি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার কাজের সময়ের প্রসঙ্গে রানি বলেন, “আমিও এরকম করেছি, কিছু ছবিতে নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করেছি। আমার সোজা কথা, যদি প্রযোজক রাজি থাকেন, তাহলে ছবিটা করো। না হলে করো না! এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কেউ কাউকে তো জোর করছে না।”

রানির মতে, প্রতিটি ছবিরই আলাদা দাবি থাকে এবং পরিকল্পনা মেনে কাজ করলে সময়ের ভেতরেই সব কিছু সম্ভব করা যায়। রানি মুখার্জির মতো শক্তিশালী অভিনেত্রীর এই সমর্থন দীপিকার দাবিতে নতুন করে জোরালো করেছে।

ফারাহ খানের সঙ্গে ‘চিড়’ জল্পনায় জল
অন্যদিকে, দীপিকার কাজের শর্ত নিয়ে গুঞ্জন ছড়ায় ‘ওম শান্তি ওম’-এর পরিচালক ফারাহ খানের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছে। ফারাহর একটি ভ্লগে ৮ ঘণ্টার শিফট নিয়ে করা মন্তব্যকে দীপিকাকে উদ্দেশ্য করে কটাক্ষ বলে ধরে নেন অনেকে। জল্পনা আরও বাড়ে যখন খবর ছড়ায়, দু’জন নাকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

এই জল্পনা উড়িয়ে দিয়ে ফারাহ খান স্পষ্ট করে দিয়েছেন, তাঁর মন্তব্য দীপিকাকে উদ্দেশ্য করে করা হয়নি, বরং এক সহ-অভিনেতাকে উদ্দেশ্য করেই তিনি তা বলেছিলেন। ইনস্টাগ্রামের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম থেকেই আমরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করিনি। ‘হ্যাপি নিউ ইয়ার’ শুটের সময়ই ঠিক করেছিলাম— আমরা ইনস্টাগ্রামে নয়, সরাসরি ফোন বা মেসেজে কথা বলব।”

ফারাহ আরও বলেন, “আমি তো দীপিকার মেয়ে দুয়া জন্মানোর পর প্রথম ছুটে গিয়ে দেখা করেছি। সব কিছু ইনস্টাগ্রামে দেখানোর জন্য করতে হয় না।” সবশেষে ক্ষোভ প্রকাশ করে ফারাহ বলেন, “এভাবে অকারণ বিতর্ক বানানো বন্ধ হোক। কারণ এই ব্যাপারগুলো সত্যিই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে।”

রানি মুখার্জির সমর্থন এবং ফারাহ খানের স্পষ্টীকরণের পর আপাতত দীপিকার এই কাজের শিফট নিয়ে ইন্ডাস্ট্রির বিতর্ক নতুন দিগন্তে মোড় নিল।

দীপিকার এই কাজের সময় নির্দিষ্ট করার দাবি কি বলিউডের অন্যান্য তারকাদের কাজের শর্তকেও প্রভাবিত করবে বলে আপনি মনে করেন?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy