“বিলেতি নম্বর থেকে ফোন, তারপরই সর্বনাশ!”- বন্দুকের নলে সর্বস্ব লুঠ হলো ব্যবসায়ীর

ব্যবসার প্রসারের জন্য দরকার ছিল মোটা টাকা বিনিয়োগ। সেই লগ্নির টোপ গিলে কর্নাটক থেকে মহারাষ্ট্রে আসতেই হাড়হিম করা অভিজ্ঞতার মুখে পড়লেন শিমোগার এক ব্যবসায়ী। তাঁকে অপহরণ করে টানা চার দিন একাধিক হোটেলে বন্দি রেখে বন্দুকের নলে লুটে নেওয়া হলো প্রায় ২ কোটি টাকা! থানের এই চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত অঙ্কিত বাপু থম্বরে-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

যেভাবে পাতা হয়েছিল ফাঁদ

ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর। কর্নাটকের যুবক শান্তিকুমার কারদের কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে অঙ্কিত নামের ওই ব্যক্তি নিজেকে বড় লগ্নিকারী পরিচয় দিয়ে জানান, তিনি শান্তিকুমারের ব্যবসায় বড় অংকের টাকা ইনভেস্ট করতে চান। সেই বিশ্বাসেই কর্নাটক থেকে থানেতে এসে হাজির হন শান্তিকুমার। কিন্তু স্টেশনে পা রাখতেই স্বপ্ন বদলে যায় দুঃস্বপ্নে।

বন্দুকের মুখে ২ কোটি লুঠ

পুলিশ জানিয়েছে, শান্তিকুমারকে একটি বিলাসবহুল SUV-তে তুলে তুলে নিয়ে যায় অঙ্কিত ও তার দলবল। এরপর ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তাঁকে বিভিন্ন হোটেলে আটকে রাখা হয়। অভিযোগ:

  • টর্চার: বন্দুক ও ধারালো ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় শান্তিকুমারকে।

  • অনলাইন লুঠ: প্রাণভয়ে শান্তিকুমার তাঁর কোম্পানির নেট ব্যাঙ্কিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিতে বাধ্য হন।

  • ট্রান্সফার: তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ২ কোটি টাকারও বেশি সরিয়ে নেয় প্রতারকরা।

বিলেতি নম্বরের রহস্য ও পুলিশের সাফল্য

ছাড়া পাওয়ার পর গত ২ জানুয়ারি কাশিমিরা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অতিরিক্ত পুলিশ কমিশনার মদন বল্লাল জানিয়েছেন, তদন্তে নেমে গত ৬ জানুয়ারি অঙ্কিতকে পাকড়াও করা হয়েছে। তল্লাশিতে জানা গিয়েছে, নিজের পরিচয় গোপন রাখতে ব্রিটেনের (UK) ফোন নম্বর ব্যবহার করত অভিযুক্ত। অপহরণে ব্যবহৃত SUV গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy