আধার কার্ডে স্বামীর নাম যুক্ত করতে বা ঠিকানা বদলাতে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ নথি হলো ম্যারেজ সার্টিফিকেট। এ ছাড়াও নিজের ও স্বামীর আধার কার্ড এবং মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
পদ্ধতি:
প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যান।
‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’ অপশনে গিয়ে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র এবং সুবিধাজনক সময় বেছে নিন।
নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথি (ম্যারেজ সার্টিফিকেট ও আধার) নিয়ে কেন্দ্রে যান।
সেখানে আপডেট ফর্মটি পূরণ করে জমা দিন। এর জন্য আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।
ফর্ম জমা দেওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে তথ্য আপডেট হয়ে যায়।