বিয়ের চিহ্ন মুছে, ওটিটি পরিচালকের সঙ্গে পরকীয়ায় মজেছেন যে মিষ্টি নায়িকা!

বিনোদন জগতের অন্দরমহলের সমীকরণ বোঝা বড় দায়। কখন কার সম্পর্ক গড়ছে আর কার ভাঙছে, তা বুঝে ওঠার আগেই বদলে যায় দৃশ্যপট। টলিপাড়ার বর্তমান গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক জনপ্রিয় ‘মিষ্টি’ নায়িকা, যাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন সরগরম স্টুডিও পাড়া।

খবর অনুযায়ী, গত বছর অক্টোবরেই এক ব্যবসায়ী পাত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেত্রী। সেই বিয়ের ছবি অজান্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, কয়েক মুহূর্তের মধ্যে তা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও বিয়ের সমস্ত চিহ্ন মুছে ফেলেছেন তিনি। বিয়ের কথা ঘুণাক্ষরেও স্বীকার করতে নারাজ এই নায়িকা এখন এক ওটিটি (OTT) পরিচালকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত বলে শোনা যাচ্ছে।

🎬 শুটিং ফ্লোর থেকেই প্রেমের শুরু?

সংশ্লিষ্ট পরিচালক বড়পর্দা নয়, বরং ওটিটি দুনিয়ার পরিচিত মুখ। তাঁরই পরিচালিত একটি রহস্যময় সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা। টলিপাড়ার খবর, সিরিজের শুটিং চলাকালীনই একে-অপরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন তাঁরা। এই প্রেম এখন এতটাই গভীর যে, দুজনে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন। ইতিমধ্যেই তাঁদের প্রথম ‘মাইক্রো ড্রামা’ তৈরি হয়ে গিয়েছে। ফিল্মি পার্টিগুলোতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, ক্যামেরার সামনে নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেন তাঁরা।

👰 বিয়ের ছবি মুছলেও মুছল না বিতর্ক

অভিনেত্রীর বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তিনি তড়িঘড়ি হস্তক্ষেপ করে তা ডিলিট করালেও, নেটিজেনদের নজর এড়ানো সম্ভব হয়নি। কেন তিনি নিজের বিয়ে লুকিয়ে রাখছেন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সিরিয়াল থেকে ওয়েব সিরিজ—দুই মাধ্যমেই কাজ করা এই নায়িকার বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পারদ চড়ায়। একসময় তাঁর অভিনীত একটি মেগা সিরিয়াল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। অথচ নিজের বৈবাহিক জীবন নিয়ে আজ পর্যন্ত টুঁ শব্দ করেননি তিনি।

অন্যদিকে, ওই পরিচালকের ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে তেমন কাটাছেঁড়া হয়নি। ওটিটি প্ল্যাটফর্মের বাইরে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে এখন নায়িকার সঙ্গে জোট বেঁধে নতুন প্রজেক্টের নীল নকশা তৈরি করছেন তিনি। টলিপাড়ার গুঞ্জন, কেরিয়ারের খাতিরেই কি এই ‘দুঃসাহসিক’ পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী? নিজেদের সম্পর্ককে আড়ালে রাখতে চাইলেও তাঁদের রসায়ন এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy