বিয়ে করতে যাওয়ার আনন্দ মুহূর্তেই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হলো। উত্তরপ্রদেশের বাঘপতের পিচকোরা গ্রামের যুবক সুবোধ কুমার বরযাত্রী নিয়ে যখন সারুরপুর কালান গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন, তখনই পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো বরের।
নৈশভোজের বিরতিতে দুর্ঘটনা
-
দুর্ঘটনার সময় ও স্থান: রবিবার রাতে পঞ্চায়েত ভবনের কাছে নৈশভোজের জন্য বরযাত্রী দল গাড়ি থামায়।
-
দুর্ঘটনা: অসুস্থ বোধ করায় সুবোধ রাস্তার ধারের দিকে গিয়ে বমি করছিলেন। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুবোধকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরেই ট্রাকটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
বরের মৃত্যু ও শোকের ছায়া
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা সুবোধকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সুবোধ ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। ছেলের মৃত্যুসংবাদে তাঁরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। বিয়ের ঠিক আগের রাতে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে গেছে কনের পরিবারও।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল উভয় জায়গায় পৌঁছায়। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং সুবোধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।