বিজেপি নেতার দাপটে থমকে আইন? ৬ মাস ধরে লাগাতার যৌন হেনস্তা, অভিযোগ পেলেও কেন অধরা অভিযুক্ত অশোক সিং?

“আমার কে কী করবে? যেখানে খুশি যাও, কিচ্ছু হবে না আমার!”— জনৈক মহিলার কান্নারত আর্তি শুনে ঠিক এই ভাষাতেই উত্তর দিলেন অভিযুক্ত। মধ্যপ্রদেশের সাতনা জেলায় বিজেপি কাউন্সিলরের স্বামীর এই দম্ভোক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্ষমতার দাপট দেখিয়ে এক মহিলাকে লাগাতার ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

কী ঘটেছিল?
অভিযুক্তের নাম অশোক সিং, যিনি রামপুর বাঘেলান নগর পরিষদের এক বিজেপি কাউন্সিলরের স্বামী। নির্যাতিতার অভিযোগ, প্রায় ছয় মাস আগে অশোক সিং তাঁর বাড়িতে ঢুকে ছুরির ভয় দেখিয়ে তাঁকে প্রথমবার ধর্ষণ করেন। পৈশাচিকতার এখানেই শেষ নয়, সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয় বলে দাবি করেছেন ওই মহিলা। মুখ খুললে সপরিবারে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে।

ভয়ংকর অভিযোগ ও ভাইরাল ভিডিও:
নির্যাতিতার দাবি, চলতি মাসের ২০ তারিখেও তাঁর ওপর ফের যৌন হামলা চালানো হয়। দীর্ঘদিনের ভয় কাটিয়ে গত সোমবার সাতনার এসপি হংসরাজ সিংয়ের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি ডেইলিহান্ট) দেখা যাচ্ছে, নির্যাতিতা যখন সোশ্যাল মিডিয়ায় যাওয়ার কথা বলছেন, তখন অত্যন্ত ঠান্ডা মাথায় দম্ভ প্রকাশ করছেন অশোক সিং।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন:
অভিযোগ জমা পড়ার পাঁচদিন কেটে গেলেও এখনও পর্যন্ত গ্রেফতার তো দূর, অশোক সিংকে আটক পর্যন্ত করেনি পুলিশ। ডিএসপি মনোজ ত্রিবেদীকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও পুলিশের এই ঢিলেমি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। পুলিশের দাবি, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে।

রাজনীতির পারদ তুঙ্গে:
অভিযুক্তের প্রভাবশালী পরিচয় এবং প্রকাশ্য ভিডিওতে তাঁর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য— এই দুইয়ে মিলে মধ্যপ্রদেশের শাসক দলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, আইনের হাত কি সত্যিই প্রভাবশালী নেতার স্বামী পর্যন্ত পৌঁছতে পারবে? নাকি ‘কিচ্ছু হবে না’— অভিযুক্তের এই দাবিই শেষ পর্যন্ত সত্যি হবে? উত্তর খুঁজছে আমজনতা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy