ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, যা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নামে পরিচিত, তা নিয়ে এবার কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এসআইআর নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের এই চেঁচামেচি শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য।”
সম্প্রতি, রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এসআইআর প্রক্রিয়ার সমালোচনা করে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। এর প্রেক্ষিতে সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, এই দুই দল আসলে তাদের ভোটব্যাংক সুরক্ষিত রাখতে চাইছে।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “যখনই ভোটার তালিকা সংশোধনের কথা ওঠে, তখন তৃণমূল এবং কংগ্রেস একজোট হয়ে প্রতিবাদ শুরু করে। কারণ তারা জানে যে এই প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের নাম বাদ পড়ে যাবে।” তিনি আরও বলেন, “যদি ভোটার তালিকায় কোনো ভুল না থাকে, তবে এই দুই দলের এতো ভয় পাওয়ার কী আছে?”
বিজেপি রাজ্য সভাপতির মতে, এসআইআর একটি স্বচ্ছ প্রক্রিয়া যা নির্বাচন কমিশনের নির্দেশে হয়। এর উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা, যাতে যোগ্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং অযোগ্যদের নাম বাদ পড়ে যায়। তিনি বলেন, “এই প্রক্রিয়াকে যারা বাধা দিচ্ছে, তারা আসলে দেশের গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করছে।”
সুকান্ত মজুমদারের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার এই আক্রমণ তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। এখন দেখার বিষয়, তার এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল এবং কংগ্রেসের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে।