বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য আকস্মিক অসুস্থতার কারণে গত শনিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজ্য বিজেপির রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের ছায়া পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ও তিনি শঙ্কামুক্ত।
শুভেন্দু অধিকারীর মানবিকতা ও ঐক্যের বার্তা
রবিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে শমীক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ, সম্মানীয় শ্রী শমীক ভট্টাচার্য মহাশয় শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন…ঈশ্বরের কাছে প্রার্থনা করি — শমীকবাবু দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
শুভেন্দু অধিকারীর এই সফর দলীয় সহকর্মী হিসেবে মানবিকতার প্রতীক হওয়ার পাশাপাশি বিজেপির অন্তর্দলীয় ঐক্যের এক স্পষ্ট বার্তাও দিয়েছে।
কেন অসুস্থ হলেন শমীক ভট্টাচার্য?
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রচণ্ড কর্মব্যস্ততা, ক্লান্তি ও স্ট্রেসের কারণে শমীক ভট্টাচার্য অসুস্থ হন। তাঁকে প্রথমে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) রাখা হয়েছিল, তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকরা জানিয়েছেন, “তিনি এখন অনেকটাই ভালো আছেন, নিয়মিত ওষুধ এবং পর্যবেক্ষণ চলছে। শীঘ্রই তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।”
সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা শমীক ভট্টাচার্য তাঁর শান্ত স্বভাব, সংযত ও যুক্তিনির্ভর রাজনীতির মুখ হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে দলের সংগঠনকে শক্ত ভিত্তি দিতে তিনি নিরলস পরিশ্রম করেছেন, যা তাঁর এই সাময়িক অসুস্থতার কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন দলের সকল স্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা।