উৎসবের আনন্দ নিমেষে পরিণত হলো বিষাদে। বিজয়া দশমীর রাতে প্রতিমা দর্শন শেষে বাড়ি ফেরার পথে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। রঘুনাথপুর শ্যাম স্টিল কারখানার কাছে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় গাড়িতে থাকা ৮ জন যুবক গুরুতর জখম হয়েছেন। তারা সকলেই পুরুলিয়া শহরের বাসিন্দা।
৪ জনের অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তরিত হাসপাতালে
দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
একজনকে, যার অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক, দুর্গাপুরের মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত কুমার দাস নামের ওই যুবক দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাকিরা বর্তমানে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দ্রুত উদ্যোগে রক্ষা
ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর শহরের সমাজসেবী রজত শুভ্র চক্রবর্তী, হিমাংশু মণ্ডল, অম্লান মুখার্জি ও তন্ময় পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অবিলম্বে রঘুনাথপুর থানায় খবর দেন এবং আহতদের রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
উদ্ধারকারীদের একজন, রজত শুভ্র চক্রবর্তী, জানান যে আহতরা বিজয়ার রাতে নিতুরিয়ায় প্রতিমা দর্শনে গিয়েছিলেন।
তদন্ত শুরু করেছে পুলিশ
রঘুনাথপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটির ব্রেক ফেল হয়েছিল, নাকি চালকের অসাবধানতার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্করপিও গাড়িটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।