ভোট হিংসায় নিহত তামান্নার মা শনিবার হাজরা মোড়ে ‘অভয়া মঞ্চে’র প্রতিবাদ সভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। নবান্ন অভিযানে আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিবাদে শামিল হন। তামান্নার মা বলেন, “অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও পায়নি।” তিনি নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের এই লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন।
এদিন নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার মা ও বাবাকে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার মা-এর মাথায় ও পিঠে আঘাত লেগেছে বলে দাবি করা হচ্ছে। যদিও পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্যাতিতার বাবা-মায়ের উপর কোনওরকম লাঠিচার্জ করা হয়নি। এই প্রসঙ্গে তামান্নার মা বলেন, “যাঁরা এই নির্দেশ দিচ্ছেন, শুধু পুলিশকর্মীরাই নয়, তাঁদেরও বিচার হোক।”
হাজরা মোড়ের প্রতিবাদ সভায় তামান্নার মা দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, “আমার সাত রাজার ধনকে আমি হারিয়েছি। আমি আজও তার বিচার পাইনি। কেউ কি তাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে?” এই কথা শুনে উপস্থিত অভয়া মঞ্চের অনেক সদস্য চোখের জল ধরে রাখতে পারেননি। সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমিও বিচার পাইনি, নির্যাতিতার মা-বাবাও বিচার পাননি। বিচার না মেলা পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে।”
এদিনের ঘটনা আবারও সমাজের দুর্বল ও নিপীড়িতদের প্রতি সংহতির বার্তা দিল। দুটি ভিন্ন ঘটনার শিকার হয়েও, নির্যাতিতার পরিবার এবং তামান্নার পরিবার এখন এক মঞ্চে দাঁড়িয়ে বিচার চেয়ে সরব হয়েছেন। এই আন্দোলন নতুন করে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।