বয়স ৮৩, কিন্তু পর্দার ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি বিন্দুমাত্র। শুক্রবার সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) সিজন ৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের তুমুল উন্মাদনার মুখে পড়লেন অমিতাভ বচ্চন। মেগাস্টারকে একঝলক দেখতে এবং সেলফি তুলতে জনতার হুড়োহুড়িতে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অমিতাভ বচ্চন স্টেডিয়ামে প্রবেশ করতেই চারপাশ থেকে কাতারে কাতারে মানুষ তাঁকে ছেঁকে ধরেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়। ভিড়ের চাপে প্রবীণ এই অভিনেতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই দায় হয়ে পড়েছিল।
ভিড়ের মধ্যে থেকেই এক ভক্তকে চিৎকার করে বলতে শোনা যায়, “ওঁকে ছেড়ে দিন, ওঁর বয়স ৮৩ বছর!” এই ভিডিও
View this post on Instagram
ভাইরাল হতেই নেটপাড়ায় অমিতাভের শারীরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন প্রবীণ এই সুপারস্টারের জন্য প্রশাসনের আরও আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা উচিত ছিল কি না।
উল্লেখ্য, আইএসপিএল-এর এই তৃতীয় সিজন চলবে প্রায় এক মাস ধরে। টেনিস বলে টি-১০ ফরম্যাটের এই ক্রিকেট টুর্নামেন্ট মূলত ভারতের স্ট্রিট ক্রিকেট সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি প্রয়াস। উদ্বোধনী মঞ্চে বিগ বি-র উপস্থিতি টুর্নামেন্টের জেল্লা বাড়ালেও, ভক্তদের এই ‘অনিয়ন্ত্রিত ভালোবাসা’য় বিড়ম্বনায় পড়তে হলো খোদ অমিতাভ বচ্চনকেই।