বিএলও-র কাজ প্রাথমিক শিক্ষকদের করতেই হবে, জানিয়ে দিলো হাইকোর্ট

প্রাথমিক শিক্ষকদের একাংশ এবং নির্বাচন কমিশনের মধ্যে চলা বিএলও (বুথ লেভেল অফিসার) বিতর্ক এবার কলকাতা হাইকোর্টের রায়ে এক নতুন মাত্রা পেল। বিচারপতি অমৃতা সিনহার সোমবারের রায়টি শুধু প্রাথমিক শিক্ষকদের দায়িত্বের পরিধিই স্পষ্ট করেনি, বরং দেশের স্বার্থে সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়েও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সোমবার এক রায়ে জানিয়েছেন যে, দেশের প্রয়োজনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে কাজ করতে হবে। এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা শিক্ষকদের আবেদন আদালত খারিজ করে দিয়েছে।

শিক্ষকদের দাবি ছিল, শিক্ষকতা এবং অন্যান্য কাজের কারণে তাদের পক্ষে বিএলও-র কাজ করা সম্ভব নয়। কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বিবেচনা করে এবং একক শিক্ষক থাকা স্কুলগুলোকে বাদ দিয়েই এই নিয়োগ করা হয়।

বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘দেশের স্বার্থে এই কাজ করতেই হবে’ এবং এটি সরকারি কর্মচারীদের চাকরির শর্তের মধ্যেই পড়ে। তিনি আরও বলেন, বিএলও-দের কাজ স্কুলের সময়ের বাইরে অতিরিক্ত সময়ে করতে হবে। আদালত নির্বাচন কমিশনের নির্দেশে কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy