নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী বদল নিয়ে তীব্র বিতর্কের মুখে ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলেও তড়িঘড়ি সেই নাম সরিয়ে নিজের মামা তথা প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসানকে প্রার্থী করেন তিনি। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই এখন সরগরম রাজ্য রাজনীতি।
হুমায়ূন কবিরের দাবি, নিশার কিছু সোশ্যাল মিডিয়া ভিডিও এবং ছবি দেখার পর তিনি মনে করেছেন যে, এই ধরনের ব্যক্তি বিধানসভার কাজের জন্য উপযুক্ত নন। দলের ভাবমূর্তি রক্ষার্থেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, নিশা চট্টোপাধ্যায় এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, ভিডিও বা ছবি নয়, বরং তাঁর হিন্দু পরিচয়ের কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। নিশা মঙ্গলবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেন, হুমায়ূন নিজেই তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বালিগঞ্জের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।