বালিকা বধূ বাস্তবে বিবাহিত! জমকালো অনুষ্ঠানে মালাবদল করলেন অভীকা গোর ও মিলিন্দ চাঁদওয়ানি

প্রযোজক বনি কাপুর ও প্রয়াত মোনা শৌরি কাপুরের কন্যা, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অংশুলা কাপুর তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আগামীকাল, বৃহস্পতিবার অর্থাৎ ২ অক্টোবর, প্রেমিক চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে তাঁর বাগদান অনুষ্ঠিত হবে।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ওই দিন একটি পুজোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত পরিসরের মধ্যে রাখা হচ্ছে। উপস্থিত থাকবেন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা, যার মধ্যে থাকবেন তাঁর বাবা বনি কাপুর, দাদা অর্জুন কাপুর এবং বোনেরা— অভিনেত্রী খুশি কাপুর ও জাহ্নবী কাপুর।

পরিচারিকার ওপর ‘অকথ্য অত্যাচার’: কাঠগড়ায় দক্ষিণী অভিনেত্রী ডিম্পল হায়াথি
অভিনেত্রী ডিম্পল হায়াথি এবং তাঁর স্বামী ডেভিডের বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশ একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করেছে। দম্পতির গৃহকর্মী প্রিয়াঙ্কা বিবর তাঁদের বিরুদ্ধে হয়রানি, শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচারের গুরুতর অভিযোগ এনেছেন।

ভয়াবহ অভিযোগ: ২২ বছর বয়সী প্রিয়াঙ্কা গত ২২ সেপ্টেম্বর ডিম্পল ও ডেভিডের বাড়িতে কাজ শুরু করার পর থেকেই তাঁকে লাগাতার অপমানের শিকার হতে হয়। তাঁর দাবি, তাঁকে পর্যাপ্ত খাবার দেওয়া হত না, কথায় অপমান করা হত, এবং বলা হয়েছিল, “তোমার জীবনের দাম আমার জুতোর সমানও নয়।”

২৯ সেপ্টেম্বর প্রিয়াঙ্কার অভিযোগ, ডিম্পল ও ডেভিড তাঁকে গালাগালি করেন এবং তাঁর বাবা-মাকে খুনের হুমকিও দেন।

প্রিয়াঙ্কা যখন ঘটনাটির ভিডিও রেকর্ড করতে যান, তখন ডেভিড তাঁর ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাঁকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন।

হাতাহাতির সময় প্রিয়াঙ্কার কাপড় ছিঁড়ে যায় এবং তিনি কোনও মতে পালাতে সক্ষম হন।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, তাঁর নগ্ন ভিডিও করারও চেষ্টা করা হয়েছিল।

প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে ডিম্পল এবং তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

‘বালিকা বধূ’ অভীকা গোর এবার বাস্তবে বিবাহিত
‘বালিকা বধূ’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী অভীকা গোর এবং মিলিন্দ চাঁদওয়ানি এখন আনুষ্ঠানিকভাবে বিবাহিত। ২০২০ সাল থেকে একসঙ্গে থাকা এই জুটি তাঁদের শো ‘পতি, পত্নী অউর পঙ্গা’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যরাই এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন।

শোয়ের সেটেই গায়ে হলুদ, মেহেন্দি থেকে শুরু করে সাতপাক ঘোরার মতো সব বৈবাহিক আচার সম্পন্ন হয়। নববধূ অভীকা সেজেছিলেন লাল লেহেঙ্গায়, আর মিলিন্দ পরেছিলেন শেরওয়ানি। নবদম্পতি সেটের বাইরে এসে পাপারাজ্জিদের জন্য পোজ দেন এবং ঢোলের তালে নেচে তাঁদের মিলন উৎসব উদযাপন করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy