শ্রাবণ পূর্ণিমার রাতে বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে আরতির সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের প্রধান পুরোহিতসহ মোট ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এই ঘটনায় মন্দির চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শনিবার রাতে শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে বিশেষ পূজা ও আরতির আয়োজন করা হয়েছিল। চলতি বছর মন্দিরের গর্ভগৃহে তুলো দিয়ে অমরনাথের শিব তৈরি করা হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, আরতি চলাকালীন প্রদীপ থেকে একটি আগুনের ফুলকি তুলোর উপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন গর্ভগৃহে ছড়িয়ে পড়ে এবং সেখানে উপস্থিত ভক্তরা দিশাহারা হয়ে ছোটাছুটি শুরু করে। একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা IANS-কে জানান, ঘটনার সময় মন্দিরে ৩০ জনেরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন।
মন্দিরটি একটি সরু গলির ভিতরে অবস্থিত হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় কবীর চৌরাহা বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে মন্দিরের প্রধান পুরোহিতের অবস্থা গুরুতর। এই ঘটনায় মন্দিরের গর্ভগৃহে থাকা তুলোর অমরনাথের শিব সম্পূর্ণরূপে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।