পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বেঁধে দিতে সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিলের পর শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের আবেদন ছিল, শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক।
সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে মামলাটি উঠলে আদালত জানায়, “মূল মামলার রায় ঘোষণা হয়ে গিয়েছে। তার পরেও কেন এই নিয়ে বার বার আদালতে আবেদন করা হচ্ছে?” আদালত দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে কোনও সময়সীমা বেঁধে দিতে রাজি হয়নি।
আবেদনকারীদের উদ্বেগ:
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল, যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছিলেন। এরপর শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য শীর্ষ আদালত সময়সীমা বেঁধে দিলেও শিক্ষাকর্মী নিয়োগের জন্য কোনো সময়সীমা নির্দিষ্ট করেনি। মামলাকারীদের বক্তব্য ছিল, নির্দিষ্ট সময়সীমা না থাকায় নিয়োগ নিয়ে তাঁরা কোনো নিশ্চয়তা পাচ্ছেন না।
তবে এই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ৩ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে এবং তা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ সি (ক্লার্ক) পদে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-র শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি।