বায়ুর তিন বছর পেরোতেই ফের সুখবর! দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর, আবার দাদু হবেন অনিল কাপুর!

বলিউডের তারকা অভিনেত্রী সোনম কাপুর এবং স্বামী আনন্দ আহুজা-র পরিবারে ফের খুশির খবর। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, সোনম কাপুর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন এবং ইতিমধ্যেই তিনি গর্ভাবস্থার বেশ কিছুদিন অতিক্রম করেছেন। এই খবর সত্যি হলে, অভিনেতা অনিল কাপুর আবারও দাদু হতে চলেছেন।

জানা গেছে, খুব শীঘ্রই এই তারকা জুটি তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। এই খবর জানাজানি হতেই গোটা পরিবার আনন্দে ভাসছে।

অভিনয় জগত থেকে কি পাকাপাকি বিদায়?
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের ২০ অগস্ট তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান বায়ু। ছেলের জন্মের পরেই সোনম মোটামুটি সিনেমা জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তিনি জানিয়েছিলেন, সন্তানের দেখাশোনা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

দ্বিতীয় সন্তানের জন্মের খবর আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন, এবার কি অভিনেত্রী পাকাপাকি ভাবেই অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নেবেন? প্রসঙ্গত, ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’ সিনেমায় সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

বায়ু-র জন্মদিনে ভালোবাসার বার্তা
চলতি বছরের অগস্ট মাসেই সোনম-এর ছেলে বায়ুর তৃতীয় জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। ছেলের জন্মদিনে সোনম একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন, “শুভ জন্মদিন আমার প্রিয় ছেলে। তুমি এইভাবে চিরকাল চিন্তাশীল, দয়ালু, জিজ্ঞাসু এবং মিষ্টি একটা ছেলে হয়ে থেকো। এই ভাবেই চিরকাল সকলকে আনন্দে বেঁধে রেখো।”

অন্যদিকে, নাতির জন্মদিনে দাদু অনিল কাপুর লিখেছিলেন, “শুভ জন্মদিন বায়ু! পরিবারের সকলকে নিয়ে এই ভাবেই ভালো থেকো। তোমাকে নিয়ে আমরা সবাই খুব গর্বিত। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy