দেশের তীর্থযাত্রীদের জন্য সুখবর! ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) সম্প্রতি ‘ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন’ উদ্যোগের অধীনে একটি বিশেষ ধর্মীয় পর্যটন প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজটির নাম ‘শ্রী রামেশ্বরম–তিরুপতি দক্ষিণ দর্শন যাত্রা’, যার মাধ্যমে যাত্রীরা দক্ষিণ ভারতের একাধিক জনপ্রিয় মন্দির ও পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।
প্যাকেজের বিস্তারিত ও সফরসূচি (৭-১৬ নভেম্বর)
এই তীর্থযাত্রা প্যাকেজটি মোট ৯ রাত ও ১০ দিনের জন্য নির্ধারিত হয়েছে, যা শুরু হবে ৭ নভেম্বর, ২০২৫ এবং শেষ হবে ১৬ নভেম্বর, ২০২৫।
দর্শনীয় স্থান প্রধান আকর্ষণ
তিরুপতি ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির, দেবী পদ্মাবতী মন্দির।
রামেশ্বরম রামনাথস্বামী মন্দির এবং ধনুষ্কোডি।
মাদুরাই দ্রাবিড় স্থাপত্যের মীনাক্ষী আম্মান মন্দির।
কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল, গান্ধী মণ্ডপম এবং কন্যাকুমারী মন্দির।
তিরুবনন্তপুরম পদ্মনাভস্বামী মন্দির এবং কোভালাম বিচ।
প্যাকেজের খরচ (জনপ্রতি)
প্যাকেজের তিনটি ভিন্ন শ্রেণী রয়েছে, যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার (Pure Vegetarian Meals) এবং বীমার (Insurance) সুবিধা দেওয়া হবে।
শ্রেণী প্রাপ্তবয়স্ক (Adults) শিশু (৫–১১ বছর) (Children)
স্লিপার ক্লাস ১৮,০৪০ টাকা ১৬,৮৯০ টাকা
৩এসি (3AC) ৩০,৩৩০ টাকা ২৯,০১০ টাকা
২এসি (2AC) ৪০,২৪০ টাকা ৩৮,৬১০ টাকা
Export to Sheets
রেল যাত্রীদের জন্য IRCTC-এর নতুন নিয়ম
তীর্থযাত্রা প্যাকেজ ঘোষণার পাশাপাশি IRCTC রেল যাত্রীদের জন্য আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। খুব শীঘ্রই ভারতীয় রেল যাত্রীদের জন্য নিশ্চিত টিকিটের (Confirmed Ticket) যাত্রার তারিখ পরিবর্তন করার বিকল্প আনছে, যার জন্য কোনো বাতিল ফি (Cancellation Fee) দিতে হবে না।
যদি কোনো যাত্রী তাঁর ভ্রমণের সময় পরিবর্তন করেন, সেক্ষেত্রে ভাড়ার কোনো পার্থক্য থাকলে যাত্রীকে শুধু সেই অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে। এই নতুন নিয়মের ফলে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হলেও যাত্রীরা আরও বেশি স্বাচ্ছন্দ্যে এবং কম খরচে ট্রেন ভ্রমণ করতে পারবেন। রেলের এই পদক্ষেপ লক্ষ লক্ষ যাত্রীর জন্য অত্যন্ত উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।