“বাড়িতে হয়েছে সর্বনাশ”-সুবিচারের আশায় কেঁদে আকুল CRPF জওয়ান, নড়েচড়ে বসল পুলিশ

দেশের সুরক্ষায় কর্তব্যরত এক মহিলা সিআরপিএফ (CRPF) জওয়ান সুবিচারের দাবিতে ক্যামেরার সামনে অঝোরে কেঁদেছেন। তামিলনাড়ুর পোন্নাইয়ের নায়ারণপুরম গ্রামে তাঁর বাড়ি থেকে বিয়ের জন্য জমানো গয়না চুরি হয়ে গেছে। অভিযোগ, স্থানীয় পুলিশ অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে জম্মু ও কাশ্মীরে কর্মরত ওই জওয়ানের এই অসহায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তামিলনাড়ুর পুলিশ বিভাগ নড়েচড়ে বসেছে।

৩২ বছর বয়সী ওই মহিলা জওয়ানের নাম কলাবতী। এক ভাইরাল ভিডিওতে তিনি জানিয়েছেন, গত ২৪ জুন তাঁর বাড়িতে এই চুরি ঘটে। সেই সময় তাঁর বাবা ও ভাই মাঠে কাজ করছিলেন এবং মা গরু চরাতে গিয়েছিলেন। ফিরে এসে তাঁর মা দেখতে পান ঘরের তালা ভাঙা এবং বিয়ের জন্য রাখা সমস্ত গয়না চুরি হয়ে গেছে। কলাবতী জানান, সেদিনই তাঁর ভাই পুলিশের কাছে অভিযোগ জানালেও প্রথমে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, ২৫ জুন পুলিশ জানায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নিরাপত্তার জন্য তারা ব্যস্ত।

পরে, ২৮ জুন এফআইআর দায়ের করা হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে কলাবতীর অভিযোগ। তিনি বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এরপরই হতাশা থেকে তিনি ভিডিওটি তৈরি করেন, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এই ভিডিওকে হাতিয়ার করে তামিলনাড়ু সরকারকে আক্রমণ করেছেন বিজেপি নেতা কে আন্নামালাই। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ডিএমকে-এর শাসনব্যবস্থায় অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আর দেশের রক্ষকদের সুবিচারের জন্য আবেদন করতে হয়।”

যদিও ভেলোর জেলা পুলিশ জানিয়েছে, কলাবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। চুরি যাওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে ১২০ গ্রাম সোনার গয়না, ৫০,০০০ টাকা নগদ এবং একটি সিল্কের শাড়ি। পুলিশ সিসিটিভি ফুটেজ, আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনদের মোবাইল কল ডেটা রেকর্ডও খতিয়ে দেখছে। কলাবতীর বাবার সন্দেহ, তাঁর প্রাক্তন স্বামী সন্তোষ এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন, যার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কলাবতীর দ্বিতীয় বিয়ে ঠিক হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy