বাড়িতে বসেই খুব সহজে করুন ভোটার আধার কার্ড LINK ! কীভাবে? জেনেনিন পদ্ধতি

২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার ও আধার কার্ড লিঙ্ক করানো শুরু হয়ে গিয়েছে। বাড়িতে বসেই খুব সহজে এই দুই গুরুত্বপূর্ণ নথি একসঙ্গে যুক্ত করতে পারবেন। কীভাবে করবেন? ধাপে ধাপে দেখে নিন।

কেন জরুরি ভোটার-আধার লিঙ্কিং?
প্যান কার্ডের পর এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি ভোটার তালিকা পরিষ্কার করতে এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে সাহায্য করবে।

কীভাবে করবেন ভোটার-আধার লিঙ্ক?
👉 ধাপ ১: নতুন ভোটারদের ফর্ম ৬ এবং পুরনো ভোটারদের ফর্ম ৬বি পূরণ করতে হবে।

👉 ধাপ ২: প্রথমে ভোটার সার্ভিস পোর্টাল ( voters.eci.gov.in )-এ যান।

👉 ধাপ ৩: সেখানে গিয়ে ফর্ম অপশন-এ ক্লিক করুন। যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন।

👉 ধাপ ৪: নতুন হলে নিবন্ধন (Registration) অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে পাসওয়ার্ড সেট করুন। ইমেল আইডিতে কনফার্মেশন লিঙ্ক বা ওটিপি আসবে, সেটি যাচাই করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর লগইন করুন।

👉 ধাপ ৫: My Portal-এ যান এবং নতুন বা পুরনো ভোটারের জন্য সঠিক ফর্ম নির্বাচন করুন।

👉 ধাপ ৬: ফর্মে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন। ফর্ম জমা দিলে মোবাইলে ওটিপি আসবে, সেটি যাচাই করে প্রিভিউ অপশনে ক্লিক করুন।

👉 ধাপ ৭: সব তথ্য ঠিক থাকলে Final Submit অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গেই একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে।

👉 ধাপ ৮: রেফারেন্স নম্বরটি সংরক্ষণ করুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। পরবর্তীতে “Check Status” অপশনে গিয়ে আপনার আবেদন অনুমোদিত হয়েছে কি না, তা দেখতে পারবেন।

এই সহজ ধাপগুলি অনুসরণ করলেই ঘরে বসে সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy