বাড়িতে দুই বউ, তারপরও পরকীয়া, স্বামীর গোপনাঙ্গ কেটে দিল দ্বিতীয় স্ত্রী, চাঞ্চল্য এলাকায়

স্বামীর পরকীয়ার প্রতিবাদে এক ভয়াবহ কাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আমেথি। স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ছুরির আঘাতে গুরুতর আহত স্বামীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ওই নারী। ঘটনার পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনাটি আমেথির জগদীশপুর থানা এলাকার মগলগঞ্জ কাচনাভ গ্রামের। স্থানীয় বাসিন্দা আনসার আলির দুটি স্ত্রী। জানা গেছে, তিনি অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যা তাঁর দ্বিতীয় স্ত্রী জানতে পারেন। এ নিয়ে প্রায় প্রতিদিনই দুই স্ত্রীর মধ্যে ঝগড়া চলত। এই বিরোধের জেরেই রবিবার সুযোগ বুঝে দ্বিতীয় স্ত্রী স্বামীর ওপর এমন ভয়াবহ হামলা চালান।

পুলিশ ইনচার্জ রাঘবেন্দ্র প্রতাপ জানিয়েছেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ঘটনার তদন্ত চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, এই নৃশংস হামলার আগে অভিযুক্ত স্ত্রী তাঁর স্বামীকে কোনো মাদকদ্রব্য খাইয়ে দেন। মাদক সেবনের পর আনসার আলি অচেতন হয়ে পড়লে স্ত্রী ছুরি দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে ফেলেন এবং একাধিকবার আঘাত করেন। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান। বর্তমানে আনসার আলি রায়বরেলির এইমসে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আহত আনসার আলির ভাই সাংবাদিকদের জানান, “যখন আমরা বাড়ি থেকে জোরে চিৎকার শুনতে পাই, তখন দ্বিতীয় স্ত্রী নাজনিকে দ্রুত বাড়ি থেকে পালিয়ে যেতে দেখি। ঘরে ঢুকে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার গোপনাঙ্গ কাটা হয়েছে। এরপর আমরা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।” এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পারিবারিক কলহের এমন মর্মান্তিক পরিণতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তুঙ্গে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy