বাড়তি খাওয়াদাওয়ায় ওজন বেড়েছে? নিয়ন্ত্রণের উপায় কিছু উপায় জেনেনিন

বাইরে গিয়ে একটু বেশি খাওয়াদাওয়া করে ফেলেছেন নিশ্চয়ই? সেই সঙ্গে ওজনও বেড়ে গিয়েছে বেশ খানিকটা? এবার সেটা কমানোর চেষ্টা করবেন বলে ভাবছেন? তা হলে আমাদের টিপসগুলি আপনার কাজে আসবে৷

হাই প্রোটিন ব্রেকফাস্ট খান: ঘুম থেকে ওঠার আধ ঘণ্টার মধ্যে কিছু একটা খেতেই হবে৷ সেটা এক মুঠো মুড়ি আর গ্রিন টি হতে পারে, কয়েকটি আমন্ড বা একটা কলাও হতে পারে৷ তবে ব্রেকফাস্ট খান পেট ভরে এবং সেখানে যেন প্রোটিনজাতীয় পদের আধিক্য থাকবে তা নিশ্চিত করুন৷ প্রোটিনসমৃদ্ধ খাবার আপনার পেট ভরিয়ে রাখবে লাঞ্চ পর্যন্ত৷ ডিম, দই, ছানা, ছোলা সেদ্ধ, বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে৷

রোদ্দুর লাগান গায়ে: সকালের রোদটা গায়ে লাগানো খুব দরকার৷ তাতে আপনার ভিটামিন ডি-এর অভাব পূর্ণ হয় এবং ওজন কমার হার বাড়ে৷ ঝকঝকে আলো আপনার মন ভালো রাখতে সাহায্য করে৷

বাড়ির খাবার খান: সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে হাতে যে বাড়তি সময়টা পাওয়া যায়, সেটাকে কাজে লাগিয়ে রেঁধে ফেলুন নিজের লাঞ্চ৷ বাড়ির খাবার পেট ভালো রাখবে, ওজন কমাতেও সাহায্য করবে৷ পাঁচ পদ রাঁধার দরকার নেই, সব সবজি দিয়ে খিচুড়ি বা ফ্রায়েড রাইস রেঁধে ফেলুন৷ তার মধ্যে ডিম, চিংড়ি মাছ, চিকেনও দিতে পারেন৷ সেই সঙ্গে কতটা খাচ্ছেন এবং কী খাচ্ছেন, তারও একটা হিসেব রাখুন৷

জল খান বেশি করে, ব্যায়াম করুন অবশ্যই: খাবার এক ঘণ্টা আগে ও পরে এক গ্লাস করে জল খাওয়ার অভ্যেস তৈরি করুন৷ যদি আপনি দিনে চারটি মিল খান, তা হলে আট গ্লাস জল খাওয়া সুনিশ্চিত হবে৷ জল খাওয়া বাড়ালে আপনার পেট বেশিক্ষণ ভরে থাকবে, হজম ভালো হবে৷ বারবার খিদেও পাবে না৷ সেই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনার পুরোনো ব্যায়ামের রুটিনে ফিরে যান৷

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy