বাজেট ধামাকা ২০২৬: পকেট ভরাতে পারে টাটা থেকে আম্বানিদের এই শেয়ারগুলি! রইল ব্রোকারেজ সংস্থার মেগা প্রেডিকশন

আসন্ন ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করতে চলেছেন নতুন অর্থবর্ষের বাজেট। আর এই বাজেটকে কেন্দ্র করেই উত্তাল হয়ে উঠেছে শেয়ার বাজার। বিনিয়োগকারীদের কৌতূহল তুঙ্গে—কোন কোন স্টকে এবার লক্ষ্মীলাভের সুযোগ রয়েছে? প্রখ্যাত ব্রোকারেজ ও ফিন্যান্সিয়াল সংস্থা অ্যাক্সিস সিকিওরিটিজ (Axis Securities) এই নিয়ে এক বিশেষ তালিকা প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, বাজেটে ক্যাপিটাল এক্সপ্যান্ডিচার বা পরিকাঠামো খাতে ব্যয় (Capex) বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ব্যাঙ্কিং সেক্টর। বিশেষ নজর থাকবে এসবিআই (SBI), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), ব্যাঙ্ক অফ বরোদা (BoB) এবং আইসিআইসিআই (ICICI Bank)-এর ওপর। পাশাপাশি, দেশের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার খাতে ১০ থেকে ১৫ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের তালিকায় উপরের দিকে থাকবে আল্ট্রাটেক সিমেন্ট, ডালমিয়া ভারত, জেকে সিমেন্ট এবং অম্বুজা সিমেন্ট।

স্বাস্থ্য ও ওষুধ শিল্পও (Pharma & Healthcare) এই বাজেট থেকে বড় ছাড়ের প্রত্যাশা করছে। এর ফলে সান ফার্মা (Sun Pharma) ও অ্যাপোলো হসপিটালস (Apollo Hospitals)-এর মতো শেয়ারের দর বাড়তে পারে। অন্যদিকে, টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস (Indian Hotels) লাভবান হতে পারে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের প্রসারের কারণে। টেলিকম সেক্টরে লাইসেন্স ফি কমার সম্ভাবনায় নজর থাকবে ভারতী এয়ারটেল (Airtel)-এর দিকে।

ধাতু ও গাড়ি শিল্পেও বড় বদল আসার ইঙ্গিত রয়েছে। দেশীয় পণ্য উৎপাদনে জোর দেওয়ায় টাটা স্টিল, নালকো এবং হিন্দালকো লাভজনক অবস্থানে থাকতে পারে। পাশাপাশি আয়কর ছাড় ও জিএসটি কমার সুফল পেতে পারে অটোমোবাইল সেক্টর, যেখানে মারুতি সুজুকি, টিভিএস মোটরস, আইখার মোটরস, বাজাজ অটো এবং অশোক লেল্যান্ড-এর দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। সারের ভর্তুকি ও কৃষি সংস্কারে জোর দিলে ধনুকা অ্যাগ্রিটেক ও পিআই ইন্ডাস্ট্রিজ-এর মতো কেমিক্যাল শেয়ারগুলোও ঝড়ের গতিতে দৌড়াতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy