‘বাঙালি হেনস্তার’ প্রতিবাদে রণক্ষেত্র কলকাতা, রাজভবন অভিযান ঘিরে কংগ্রেস-পুলিশ খণ্ডযুদ্ধ, আটক ৪৫

কথিত ‘বাঙালি হেনস্তা’র প্রতিবাদে আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া তাদের মিছিল এলিট সিনেমার সামনে পুলিশি ব্যারিকেডে আটকে দিলে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র ধস্তাধস্তি হয়, যার জেরে প্রায় ৪৫ জন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুর থেকেই সুবোধ মল্লিক স্কোয়ারে কংগ্রেস কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। তাদের অভিযোগ ছিল, বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিক ও সাধারণ মানুষের উপর যে হেনস্তা ও আক্রমণের ঘটনা ঘটছে, তার প্রতিবাদে এবং রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা রাজভবনের উদ্দেশ্যে পদযাত্রা করবেন। মিছিল শুরু হওয়ার পর পুলিশ এলিট সিনেমার সামনে ব্যারিকেড তৈরি করে তাদের পথ আটকায়।

পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতিতে পরিণত হয়। উভয় পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেছেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে অন্যায়ভাবে বাধা দিয়েছে এবং তাদের কর্মীদের উপর বলপ্রয়োগ করেছে। অন্যদিকে, পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের পদক্ষেপ নিতে হয়।

এই ঘটনায় কংগ্রেসের প্রথম সারির বেশ কয়েকজন নেতা-কর্মীসহ প্রায় ৪৫ জনকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রাজ্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বও রয়েছেন বলে জানা গেছে।

রাজভবন অভিযানের এই ঘটনা কলকাতার রাজপথে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রেফতারি এবং পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং তারা এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন। বাংলার বাইরে বাঙালি হেনস্তার ঘটনা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে, এবং আজকের এই অভিযান সেই সংঘাতকে আরও তীব্র করল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy