‘বাঙালি মানেই কি বাংলাদেশি?’-ওড়িশায় যুবক খুনের ঘটনায় মোদীকে কড়া চিঠি অধীরের

দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন অধীর। সেখানে একটি চিঠির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাঁদের ওপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছে।

সাক্ষাৎ শেষে অধীর সাংবাদিকদের বলেন, “পরিযায়ী শ্রমিকরা আমাদের অর্থনীতির চাকা ঘোরায়। অথচ আজ তাঁদের ওপর ঘৃণ্য আক্রমণ হচ্ছে। ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সুতির ১৯ বছরের যুবক জুয়েল শেখকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক।” অধীরের অভিযোগ, ওড়িশা ও মুম্বইয়ের মতো জায়গায় পুলিশ ও প্রশাসন ‘বাংলাভাষী’ এবং ‘বাংলাদেশি’র মধ্যে পার্থক্য করতে পারছে না। ফলে বৈধ নথি থাকা সত্ত্বেও অনেক শ্রমিককে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে বা প্রাণ হারাতে হচ্ছে।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অধীর অনুরোধ করেছেন, প্রতিটি রাজ্য সরকারকে যেন এই বিষয়ে সংবেদনশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়। বাঙালি শ্রমিকদের ওপর এই ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে তিনি দাবি করেন। অধীরের কথায়, “প্রধানমন্ত্রী আমার চিঠি নিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেছেন যে, এমন ঘটনা ঘটা মোটেই কাম্য নয়।” তৃণমূল, কংগ্রেস এবং সিপিআইএম একযোগে অভিযোগ তুলছে যে, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের টার্গেট করা হচ্ছে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই অধীরের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy