চারিদিকে দুর্গাপূজা শেষে এখন দীপাবলির অপেক্ষা। বিশ্বকর্মা পুজো থেকেই ঘুড়ি ওড়ানোর যে চল শুরু হয়েছে, তার বিপদ এবার কলকাতা পেরিয়ে পৌঁছাল জেলায়। ক্যানিং শহরে চিনা মাঞ্জার সুতোয় গুরুতর আহত হলেন এক যুবক।
জানা গিয়েছে, ক্যানিং গার্লস স্কুলের সামনে এই ঘটনাটি ঘটেছে। দেবাশিস সর্দার নামে ওই ব্যক্তি কাজ থেকে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই দু’টো বাড়ির মাঝে ঝুলে থাকা ঘাতক চিনা মাঞ্জার সুতো তাঁর গলায় লাগে। সঙ্গে সঙ্গে গলায় আঘাত পান তিনি।
আহত দেবাশিসবাবু জানান, “মাঞ্জার ধারে গলায় আঘাত লাগে। বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ি। আশেপাশের লোকজন এসে জল দেন। পরে হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি।”
স্থানীয় বাসিন্দাদের অভিমত, বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি ঘটেনি এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। এর আগে ক্যানিং শহরে এই ধরনের ঘটনা খুব একটা শোনা যায়নি, কিন্তু কলকাতায় উড়ালপুলের ধারে চিনা মাঞ্জায় আহত হওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। সেই কারণে মহানগরের কিছু উড়ালপুলের দুই ধার লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এই দিনের ঘটনা নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের না হলেও, পুলিশ জানিয়েছে— তারা বিষয়টি তদন্ত করে দেখবে। বিপজ্জনক মাঞ্জা সুতোর ব্যবহার বন্ধ করার বিষয়ে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।