বাংলা সিনেমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে সরকারি বৈঠক, ‘ধূমকেতু’ পাচ্ছে প্রাইম টাইম

বাংলা সিনেমা হল পায় না, এই দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ প্রযোজক, পরিচালক এবং হল মালিকদের সঙ্গে বৈঠকে বসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর অভিনেতা-সাংসদ দেব জানান, বাংলা ছবিকে অগ্রাধিকার দিতে সবাই একমত হয়েছেন। আগামী ১৪ই অগস্ট মুক্তি পেতে চলা তাঁর ছবি ‘ধূমকেতু’ সব সিঙ্গেল স্ক্রিনে প্রাইম টাইমে ৫০% শো পাবে।

বৈঠকের পর দেব সংবাদমাধ্যমকে বলেন, “খুব ভালো একটা মিটিং হয়েছে। সবাই সহমত যে বাংলায় বাংলা ছবি চালাতে হবে। অন্য ভাষার ছবির পাশাপাশি বাংলা ছবিও সমান সুযোগ পাবে।” তিনি আরও যোগ করেন, “সবাই মেনে নিয়েছেন যে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে। তবে এটাও বাস্তব, যে ছবি চলবে, তার শো বাড়বে। এক্সিবিউটারদের ক্ষতি করে তো লাভ নেই। যদি কোনো ছবি না চলে, তাহলে শো কমে যাবে। কিন্তু শুরুতে সব ছবিকেই সমান সুযোগ দিতে হবে।”

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ ছবিতে দীর্ঘ ৯ বছর পর দেব এবং শুভশ্রী জুটিকে দেখা যাবে। প্রযোজক হিসেবে দেব এবং রানা সরকার এই ছবির সঙ্গে যুক্ত। ছবির ট্রেলার এবং গান ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। দেবের এই ঘোষণা বাংলা সিনেমার দর্শকদের জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে, যেখানে তাঁরা হল-এ গিয়ে বাংলা ছবি দেখার সুযোগ পাবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy