‘বাংলা বাঁচাও যাত্রা’ কি ফেরাতে পারবে সিপিআইএম-এর হাল? দীপ্সিতা-সুজনদের গলায় বড় চ্যালেঞ্জ!

কোচবিহার থেকে বেলঘরিয়া— দীর্ঘ পথ অতিক্রম করে শেষ হল সিপিআইএম-এর ‘বাংলা বাঁচাও যাত্রা’। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে মরিয়া বাম শিবির। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যের এই তীব্র মেরুকরণের রাজনীতির আবহে এই যাত্রা কি বামেদের ভোটবাক্সে অক্সিজেন জোগাতে পারবে?

বাম নেত্রী দীপ্সিতা ধর সাফ জানিয়েছেন, এটি কেবল ভোটের লড়াই নয়, বরং মন্দির-মসজিদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের গণতান্ত্রিক পরিসর তৈরির লড়াই। তাঁর দাবি, “এবার আমরা বলেছি কম, মানুষের কথা শুনেছি বেশি।”

অন্যদিকে, বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর মতে, মানুষ তৃণমূল ও বিজেপি— উভয়কেই পরখ করে দেখেছে এবং দু’ক্ষেত্রেই প্রতারিত হয়েছে। চা-বাগানের সমস্যা থেকে শুরু করে নদী ভাঙন— মানুষের জ্বলন্ত ইস্যুগুলোকে সামনে রেখেই এই যাত্রা। এখন দেখার, লাল ঝান্ডার এই দীর্ঘ পদযাত্রা বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ে তৃতীয় বিকল্প হয়ে উঠতে পারে কি না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy