বাংলায় ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি, ৮ই অগস্ট তৃণমূলের ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) শুরু নিয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই আবহে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৮ই অগস্ট একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। এই বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান, বিধায়ক এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তৃণমূল সূত্রে জানা গেছে, এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতাদের SIR নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত বোঝাবেন। বিহারে ভোটার তালিকা সংশোধনের পর খসড়া তালিকা থেকে ৬১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বাংলায়ও SIR শুরু হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। মনে করা হচ্ছে, অগস্ট মাসেই কমিশন বাংলায় এই প্রক্রিয়া শুরু করতে পারে।

বিহারের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে এবং বাংলার শাসকদল তৃণমূলও এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে যে, বাংলায় কোনো যোগ্য ভোটারের নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে।

২ দিন আগে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোনো SIR হল না, আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে দুই কোটি ভোটার বাদ যাবে। দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূর অস্ত, দু’জনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল।” তার এই মন্তব্যে বোঝা যায়, তৃণমূল এই বিষয়ে কতটা সতর্ক।

আগামী ৮ই অগস্ট বিকেল চারটেয় এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, SIR প্রক্রিয়া শুরু হলে যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে দলের নেতা ও জনপ্রতিনিধিদের কী কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে অভিষেক বিশদ নির্দেশনা দেবেন। ৮ই অগস্টের এই বৈঠকের আগে, ৪ঠা অগস্ট থেকে জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর মাধ্যমে তৃণমূল চাইছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই দলের প্রতিটি স্তরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা নিশ্চিত করতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy