বাংলাদেশ সীমান্তে সেনার ‘হাই-অ্যালার্ট’! কড়া নজরদারিতে ভারতের সীমান্ত

ওপার বাংলায় ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই অস্থিরতার আঁচ যাতে ভারতের সীমান্তে না পৌঁছায়, তা নিশ্চিত করতে এবার ময়দানে নামল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। তাঁর এই সফর বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেনা সূত্রে খবর, বেলোনিয়া সীমান্তে নজরদারি ব্যবস্থা, জওয়ানদের মোতায়েন এবং আপদকালীন প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেছেন সেনাকর্তারা। হাদি হত্যার জেরে বাংলাদেশে যে ভারত-বিরোধী প্রচার ও ভাঙচুর চলছে, তাতে বিএসএফ-এর পাশাপাশি সেনাও বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

সেনার তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অনুপ্রবেশ রুখতে গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy