বাংলাদেশে ফের হিন্দু যুবককে ধাওয়া উন্মত্ত জনতার, প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ মিঠুনের!

ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের আবহে ফের এক মর্মান্তিক মৃত্যু। এবার বাংলাদেশের নওগাঁ জেলার মহাদেবপুরে চোর সন্দেহে এক হিন্দু যুবককে ধাওয়া করল উন্মত্ত জনতা। মারের ভয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন ২৫ বছর বয়সী মিঠুন সরকার, কিন্তু দুর্ভাগ্যবশত সলিল সমাধি ঘটে তাঁর। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কী ঘটেছিল মঙ্গলবার?

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে মিঠুন সরকারকে লক্ষ্য করে একদল যুবক ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো প্রমাণ ছাড়াই উত্তেজিত জনতা মিঠুনকে ধাওয়া করে। আত্মরক্ষার খাতিরে দৌড়াতে দৌড়াতে বাজারের পাশের একটি গভীর পুকুরে ঝাঁপ দেন মিঠুন। এর কিছুক্ষণ পরেই তিনি জলে তলিয়ে যান।

পুলিশ ও উদ্ধারকাজ

যুবকটি জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্য এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টার তল্লাশি চালানোর পর বিকেল ৫টা নাগাদ মিঠুনের নিথর দেহ উদ্ধার করে। নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে চুরির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এক নজরে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি

২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী:

  • ডিসেম্বর ২০২৫: অন্তত ৫১টি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে।

  • খুন ও হামলা: ১০ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। ১০টি বড় ধরণের ডাকাতি ও মন্দিরে হামলার মতো ২৩টি ঘটনা ঘটেছে।

  • সাম্প্রতিক মৃত্যু: গত কয়েক দিনে দিপু দাস (জ্যান্ত পুড়িয়ে হত্যা), খোকন দাস ও রানা প্রতাপ বৈরাগীর মতো যুবকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মহাদেবপুরের এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও, স্রেফ সন্দেহের বশে একজন যুবকের প্রাণ যাওয়ায় ওপার বাংলার প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন হিন্দু সমাজ ও মানবাধিকার কর্মীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy