বাংলাদেশে ফের অশান্তির আগুন! সিলেটে ভারতীয় উপ-হাইকমিশন ঘেরাও হাদি সমর্থকদের, বাড়ল নিরাপত্তা

প্রতিবেশী দেশ বাংলাদেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ও ভারত-বিদ্বেষী মনোভাব ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গণআন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলার পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। এই আবহে সিলেটে ভারতের উপ-হাইকমিশনারের আবাসন ও ভিসাকেন্দ্রগুলির নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হাদির সংগঠন ‘ইনক্লাব মঞ্চ’-এর সদস্যরা দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

এদিকে, ময়মনসিংহের ভালুকায় ২৫ বছর বয়সী হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খু*ন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ধর্মীয় অবমাননার অভিযোগে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। মৃত যুবক আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ওপার বাংলার সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভারতের বিদেশ মন্ত্রক পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ঢাকা ও সিলেটে মোতায়েন ভারতীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দিল্লি। ইনক্লাব মঞ্চের অভিযোগ, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই ভারত-বিদ্বেষী প্রচারের জেরে অশান্তি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy