ডিসেম্বর মাস শুরু হতেই বর্ষ বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার কাউন্টডাউন শুরু হয়ে যায়। শহর চলে যায় উৎসবের মেজাজে। এই মরসুমে রাতের শহরকে আরও মোহময়ী করে তুলতে কলকাতা কর্পোরেশনের উদ্যোগে চলছে বিশাল আকারের আলোকসজ্জার প্রস্তুতি। চলতি বছরেও আনুমানিক ৫ কোটি টাকা খরচে শহরের ছয়টি গুরুত্বপূর্ণ জায়গা আলোকিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আর কিছুদিন পর থেকেই শহর জুড়ে আলোর মালা লাগানো শুরু হবে।
কোন কোন এলাকা সেজে উঠবে?
চলতি বছর যে ছয়টি স্থান রঙিন আলোর মালায় সেজে উঠবে, সেগুলি হলো:
পার্ক স্ট্রিট
পার্ক স্ট্রিট ফ্লাইওভার
বো ব্যারাক
অ্যালেন পার্ক
হরিশ মুখার্জি রোড
হরিশ চ্যাটার্জি রোড
দিনের আলো শেষ হলেই শহরের সন্ধ্যা আলোর রোশনাইয়ে সেজে উঠবে এই সমস্ত এলাকা।
কবে থেকে শুরু আলোর উৎসব?
কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলইডি লাইট ব্যবহার করে শহরকে সাজানো হবে।
আলো জ্বালানো শুরু হবে: ডিসেম্বরের ১৮ তারিখ থেকে।
আলো জ্বলবে: নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।
এই প্রসঙ্গে আলোক বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বলেন, “প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শহরকে এভাবে সাজিয়ে তোলা হয়। লক্ষ লক্ষ মানুষ এই সময় কলকাতা দেখতে আসেন। আলোকজ্জ্বল শহর তাঁদের স্বাগত জানায়। বছর শেষের বিষাদ ভুলে নতুন বছরকে বরণ করার উৎসাহ তৈরি হয়।”
তিনি আরও বলেন, এই সাজানো স্থানগুলিকে ঘিরে বহু মানুষের রুটি-রুজি তৈরি হয়, এবং পরিবার-বন্ধু নিয়ে তাঁরা শহরে শীতের আমেজ উপভোগ করেন।
ব্যয়ভার বহন করবে কারা?
৫ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে পার্ক স্ট্রিট ও বো ব্যারাক, এই দুটি জায়গার আলোকজ্জ্বল করার খরচ বহন করে রাজ্যের পর্যটন দফতর। বাকি চারটি এলাকার আলোকসজ্জার খরচ বহন করে কলকাতা কর্পোরেশন।