অবিরাম বর্ষা উপেক্ষা করে নন্দীগ্রামে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রা’য় নেতৃত্ব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃষ্টি মাথায় নিয়েই দীর্ঘ পথ পদযাত্রা করে তিনি পৌঁছে যান সভামঞ্চে। মঞ্চে উঠেই রাজ্যের শাসকদলকে নিশানা করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
বৃষ্টিস্নাত পদযাত্রা, উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়া
বুধবার সকাল থেকেই নন্দীগ্রামের আকাশ ছিল মেঘলা, শুরু হয় প্রবল বৃষ্টি। কিন্তু প্রতিকূল আবহাওয়াও শুভেন্দু অধিকারীর পদযাত্রা আটকাতে পারেনি। ছাতা মাথায় বা বৃষ্টিতে ভিজে মিছিলে পা মেলান অসংখ্য কর্মী-সমর্থক। ‘কন্যা সুরক্ষা’র দাবিতে এই পদযাত্রায় শুভেন্দুর উপস্থিতি কর্মীদের মনোবল আরও বাড়িয়ে দেয়। নন্দীগ্রামের মাটি থেকে দেওয়া তাঁর রাজনৈতিক বার্তা শোনার জন্য বৃষ্টি উপেক্ষা করেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
মঞ্চে শুভেন্দুর হুঙ্কার
মঞ্চে উঠে শুভেন্দু অধিকারী বরাবরের মতোই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তাঁর ভাষণে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নারী সুরক্ষা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যর্থতা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানান শাসকদলকে। যদিও তাঁর নির্দিষ্ট মন্তব্যগুলি এখনো বিস্তারিতভাবে জানা যায়নি, তবে স্থানীয় সূত্রে খবর, তিনি পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা এবং রাজ্যে মহিলাদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনাগুলি তুলে ধরেছেন।
বিরোধী দলনেতার এই ‘কন্যা সুরক্ষা যাত্রা’ এবং তার পরবর্তী বক্তব্য লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে চলতে থাকা রাজনৈতিক চাপানউতোরকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রাম বরাবরই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কুরুক্ষেত্র, আর এই বর্ষাস্নাত যাত্রা থেকে তাঁর বার্তা আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।