বর্ষশেষের রাতে তিলোত্তমার রাজপথে উপচে পড়া ভিড় সামলাতে এবং শহরবাসীকে স্বস্তিতে বাড়ি ফেরাতে বড়সড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ৩১ ডিসেম্বর, মঙ্গলবার নিউ ইয়ার্স ইভ উপলক্ষে ব্লু লাইন বা নর্থ-সাউথ করিডোরে অতিরিক্ত আটটি স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত রাত ৯টা ৪০ মিনিটের পর মেট্রো পরিষেবা স্তিমিত হয়ে এলেও, বর্ষবরণের আমেজ বজায় রাখতে ওইদিন রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে ট্রেনের সুবিধা।
মেট্রো সূত্রে খবর, এই বিশেষ আটটি ট্রেনের মধ্যে চারটি চলবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। এর সময়গুলি হলো—রাত ৯:৪০, ৯:৫২, ১০:০৫ এবং ১০:১৮ মিনিট। উল্টোদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী তিনটি স্পেশাল ট্রেন ছাড়বে রাত ৯:৫৪, ১০:০৪ এবং ১০:১৭ মিনিটে। এছাড়া, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী একটি শেষ স্পেশাল মেট্রো ছাড়বে রাত ১০:২৫ মিনিটে।
উৎসবের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে ভিড় সামলাতে আরপিএফ (RPF) ও অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে। সিসিটিভি নজরদারির পাশাপাশি স্টেশনে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে। তবে মনে রাখতে হবে, এই বিশেষ পরিষেবা শুধুমাত্র ব্লু লাইনের জন্যই কার্যকর। গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) বা পার্পল লাইনের যাত্রীদের সাধারণ সময়সূচি মেনেই যাতায়াত করতে হবে। মেট্রোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা, কারণ এর ফলে ট্যাক্সি বা ক্যাবের আকাশছোঁয়া ভাড়ার হাত থেকে রেহাই মিলবে উৎসবপ্রেমীদের।