বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৮ দিনের শিশুপুত্র চুরি, আউটডোরে মায়ের পাশ থেকে শিশু নিয়ে উধাও অজ্ঞাতপরিচয় মহিলা

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর চত্বর থেকে ১৮ দিনের এক শিশুপুত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল সুপার তাপস ঘোষ যদিও বলেছেন, “এমন ঘটনার কথা জানা নেই।”

ঠিক কী ঘটেছিল?
মালদহের কালিয়াচকের বাসিন্দা সেলেফা খাতুন তাঁর ১৮ দিনের শিশুপুত্রকে চেকআপের জন্য বর্ধমান মেডিক্যালের আউটডোরের শিশু বিভাগে নিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন সেলেফার মা হামিদা বিবি।

সময়: শিশুটির বাবা সুজল সেখ ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফা খাতুন ও তাঁর মা শিশুটিকে নিয়ে প্রসূতি বিভাগের আউটডোরের বারান্দায় বসে ছিলেন।

চুরির ঘটনা: অভিযোগ, সেই সময় হলুদ রঙের চুড়িদার পরা এক অজ্ঞাতপরিচয় মহিলা তাঁদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন।

নিখোঁজ: অল্প সময়ের মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যান।

হামিদা বিবি দ্রুত জামাই সুজল সেখকে ফোন করে বিষয়টি জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন।

উদ্ধার ও তদন্ত

ঘটনার খবর চাউর হতেই হাসপাতাল চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়-পরিজনরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, ভিড়ের মধ্যে থেকে এভাবে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক বিষয়। তাঁদের দাবি, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy