বর্ধমান-দুর্গাপুর শাখায় মহাবিপদ! ৬ থেকে ২৩ অক্টোবর বাতিল কোল্ডফিল্ড-ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, দেখুন সম্পূর্ণ তালিকা

উৎসবের মরশুম শেষ না হতেই শুরু হতে চলেছে তীব্র যাত্রী দুর্ভোগ। বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য প্রায় ১৮ দিন ধরে লোকাল ট্রেন সহ একগুচ্ছ দূরপাল্লার ট্রেনের পরিষেবা ব্যাহত হবে।

পূর্ব রেল সূত্রে খবর, আগামী ৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য বহু ট্রেন বাতিল করা হবে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলে জানা গিয়েছে।

বাতিল হওয়া গুরুত্বপূর্ণ ট্রেনগুলির তালিকা:
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, এই ১৮ দিন বাতিল থাকবে যে সমস্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি:

১২৩৪০ ধানবাদ-হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস

২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

আরা-কলকাতা এক্সপ্রেস

হাওড়া-গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস

রক্ষাকুল-হাওড়া এক্সপ্রেস

হাওড়া-চম্বল এক্সপ্রেস

আগ্রা ক্যান্টনমেন্ট-কলকাতা এক্সপ্রেস

হাওড়া-দ্বারভাঙা সাপ্তাহিক এক্সপ্রেস

ভোপাল-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস

দ্বারভাঙা-কলকাতা মৈথিলি এক্সপ্রেস

নির্দিষ্ট দিনে বাতিল হওয়া বিশেষ ট্রেন:

১৯ অক্টোবর বাতিল থাকবে: শিয়ালদহ-আনন্দবিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এবং আনন্দবিহার-শিয়ালদহ এক্সপ্রেস।

১৮ অক্টোবর বাতিল থাকবে: শিয়ালদহ-অমৃতসর দুরন্ত এক্সপ্রেস।

১৭ অক্টোবর বাতিল থাকবে: হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস।

যাত্রীদের এই সময়সূচি মাথায় রেখে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy