বন্ধুর মরদেহের পাশে মাইক বাজিয়ে নাচলেন আরেক বন্ধু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশের মান্দসৌরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সেখানে এক ব্যক্তি তার মৃত বন্ধুর শেষ ইচ্ছাপূরণ করতে মরদেহের পাশে লাউড স্পিকার বাজিয়ে নাচলেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ৫১ বছর বয়সী আম্বালাল প্রজাপতি লাউড স্পিকারে গানের তালে তালে নাচছেন। তার পাশেই রাখা আছে তার ৭১ বছর বয়সী বন্ধু সোহানলাল জৈনের মরদেহ। আম্বালাল প্রজাপতির হাতে একটি কাগজ দেখা যায়, যা তিনি মৃত সোহানলালের লেখা একটি চিঠি বলে দাবি করেছেন। আম্বালাল যখন নাচছিলেন, তখন আশপাশের মানুষ নীরবে এই দৃশ্য দেখছিলেন।

বার্তাসংস্থা পিটিআইকে আম্বালাল প্রজাপতি বলেছেন, “আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার শেষ যাত্রায় আমি নাচব। আমি নেচেছি। সে আমার বন্ধুর চেয়েও বেশি ছিল, সে আমার ছায়ার মতো ছিল।”

সেখানে উপস্থিত পণ্ডিত রাকেশ শর্মা পিটিআইকে বলেন, “এমন বন্ধন খুবই বিরল। সোহানলাল আম্বালালকে তার মৃত্যুর পর নাচতে বলেছিলেন। আম্বালাল তার ইচ্ছা পূরণ করেছেন। এই বন্ধুত্ব বেঁচে থাকুক।”

সোহানলাল তার চিঠিতে লিখেছিলেন, “আম্বালাল এবং শঙ্করলাল আমার মরদেহের সামনে একসঙ্গে নাচবে। যদি আমি জেনে না জেনে কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।”

আম্বালাল প্রজাপতি জানিয়েছেন, সোহানলাল গত দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রাতলামে তার চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত তিনি ক্যানসারের কাছে হেরে গেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy