বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে তীব্র আক্রমণ করেন। তাঁর প্রতিটি মন্তব্যের পাল্টা জবাব দিতে বেশি সময় নিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমের সাঁইথিয়ার জনসভা থেকে তিনি মুখ্যমন্ত্রীর করা কটাক্ষগুলির জবাব দিয়ে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন।
মমতার কটাক্ষ, শুভেন্দুর পাল্টা:
জানা গিয়েছে, বনগাঁর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিটি অংশের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক ভাষায় মুখ্যমন্ত্রীর অভিযোগ ও মন্তব্যগুলি খণ্ডন করেছেন।
শুভেন্দু অধিকারীর এমন দ্রুত এবং তীব্র আক্রমণে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তৃণমূল সুপ্রিমো যেখানেই সভা করছেন, বিরোধী দলনেতা দ্রুত পাল্টা সভা করে বা মঞ্চ থেকে বক্তব্য রেখে সেই আক্রমণের ঝাঁজ কমিয়ে দেওয়ার কৌশল নিয়েছেন।
শুভেন্দু অধিকারীর এই পাল্টা মন্তব্য কী ছিল, তার বিস্তারিত খবর সবিস্তারে শীঘ্রই প্রকাশ করা হবে। তবে আপাতত তাঁর এই আক্রমণে বঙ্গ রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর তুঙ্গে।